Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাহেলু খান হত্যায় অভিযুক্তরা খালাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ আগস্ট, ২০১৯, ১২:০২ এএম


গরু পরিবহনের সময় ২০১৭ সালে একদল সংঘবদ্ধ লোকজনের হামলায় নিহত হন ভারতের গরু ব্যবসায়ী পাহেলু খান। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেলে ওঠে সমালোচনার ঝড়। ভিডিওতে শনাক্ত ছয় ব্যক্তির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বুধবার রাজস্থানের আদালতে ওই ছয় আসামিকে খালাস দিয়ে বলেছে ‘বেনিফিট অব ডাউট’ পেয়েছে এই অভিযুক্তরা। রায় ঘোষণায় আদালত বলেছে, ঘটনার সময় আসামিদের উপস্থিতি প্রমাণে এই ভিডিও যথেষ্ট নয়। ভারতের স¤প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আসামিদের নির্দোষ ঘোষণার পর আদালত কক্ষের বাইরে অবস্থানরত সমর্থকরা ‘ভারত মাতা কি জয়’ শ্লোগানে ফেটে পড়ে। ২০১৭ সালে ১ এপ্রিল জয়পুর-দিল্লি মহাসড়ক ধরে গরু নিয়ে যাওয়ার সময় ট্রাক থেকে টেনে নামানো হয় পাহেলু খানকে। সংঘবদ্ধ পিটুনিতে মারাত্মক আহত অবস্থায় তিন দিন পরে হাসপাতালে মৃত্যু হয় তার। পাহেলু খানকে পেটানোর দৃশ্য মোবাইল ফোনে ধারণ করা হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়। পাহেলু খানের ওপর হামলায় মোট নয় জনকে আসামি করে অভিযোগপত্র দেয় রাজস্তান পুলিশ। তবে তিনজন প্রাপ্তবয়স্ক না হওয়ায় বর্তমানে জামিনে রয়েছে তারা। বাকি ছয় আসামিকে বুধবার খালাসের রায় দেয় আদালত। পাহেলু খান হত্যার ঘটনা ভারতে গরু রক্ষার নামে সংখ্যালঘু মুসলমানদের ওপর হামলার ঘটনার প্রতীক হয়ে ওঠে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত বলেছেন আদালতের বুধবারের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালাস

২ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ