যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ করায় বাহরাইনে বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ১২ আগস্ট এ খবর প্রকাশ করেছে ইন্ডিয়া টুডে।
রবিবার ঈদের নামাজের পর বাহরাইনে দক্ষিণ এশিয়ার নাগরিকরা বিক্ষোভ প্রদর্শন করেন। কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করায় ভারত সরকারের সমালোচনা করা হয় বিক্ষোভে। সোমবার আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ। টুইটারে ধর্মীয় অনুষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না করার অনুরোধ করেছে বাহরাইন সরকার।
বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেয়। জম্মু-কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।