Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সংক্রমণ বাড়ায় উপসাগরীয় দেশগুলোতে নতুন নিষেধাজ্ঞা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জানুয়ারি, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় উপসাগরীয় দেশগুলো নতুন করে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। এরই অংশ হিসেবে দেশগুলোতে ভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত সপ্তাহ থেকে সব ধরণের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বিয়ের অনুষ্ঠান আয়োজনে সর্বোচ্চ দশজনের সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। এ দিকে শুক্রবার সউদী আরব দেশটিতে সাধারণ নাগরিক ও পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, ভ্রমণ নিষেধাজ্ঞা আগামী ১৭ মে পর্যন্ত চালু থাকবে। এর আগে ৩১ মার্চ এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা ছিল। এর আগে বুধবার ওমান করোনাভাইরাস সংক্রমণ রোধে নতুন বিভিন্ন পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের এক সংবাদে জানা যায়, দেশটিতে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপসাগরীয়-দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ