Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হওয়ায় ধর্মমন্ত্রীকে অভিনন্দন -বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ

প্রকাশের সময় : ৯ জুন, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ এডভোকেট আব্দুল্লাহ আল নাসের এক বিবৃতিতে ২০১৬ সালে হজগমনেচ্ছু যাত্রীদের নিবন্ধন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, এরপরেও মাহারাম সমস্যা সম্পৃক্ত হজযাত্রীদের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয় স্ত্রীর নিবন্ধন ৮৮,২০০-এর মধ্যে হয়েছে সেক্ষেত্রে স্বামী ৮৮,২০০ পরে নিবন্ধন হওয়ায় কেবলমাত্র স্বামীকে যাওয়ার অনুমতি দিয়েছে। তিনি যে ক্ষেত্রে স্বামী ৮৮,২০০-এর মধ্যে রয়েছে তাদের মাহারাম সমস্যার কারণে প্রকৃত স্বামী-স্ত্রী, ছেলে-মা এদের হজ পালনে যেন কোন প্রকার জটিলতা না হয় তার ব্যবস্থা গ্রহণ করার জন্য ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবের প্রতি অনুরোধ জানিয়েছেন। এডভোকেট আব্দুল্লাহ আল নাসের বলেছেন, ৮৮,২০০ কোটার মধ্যে গতকাল ৮ জুন সময় শেষ হওয়ার পরেও ২৯৮৭ কোটা বেচে গেছে এবং সরকারিভাবে প্রায় ৫৩৫১ কোটা বেচে যাওয়ায় এই কোটাগুলো মাহারাম সমস্যায় স্বামী-স্ত্রী, মা-ছেলের ক্ষেত্রে বণ্টন করার পরে বাকি কোটা হজ কার্যক্রমে অংশগ্রহণকারী সকল এজেন্সীকে সমানভাবে ভাগ করে দেয়ার জন্য ধর্মমন্ত্রী ও ধর্ম সচিবের প্রতি আহ্বান জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রীদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ