Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন নভেম্বর থেকেই শুরু করতে হবে-হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে আগামী নভেম্বর মাস থেকেই হজযাত্রীদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু করতে হবে। হজ নিয়ে যাতে কোনো কৃত্রিম সঙ্কট সৃষ্টি না হয়, সে জন্য হজের কার্যক্রম আগাম শুরু করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনিদের্শনা ও ধর্মমন্ত্রীর ব্যক্তিগত তত্ত্বাবধানে ২০১৬ সালের হজ কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে। গতকাল স্থানীয় একটি হোটেলে গোল্ডজয় হজ ও ওমরাহ গ্রুপের উদ্যোগে ২০১৬ হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন্দ একথা বলেন। গোল্ডজয় হজ ও ওমরাহ গ্রুপের চেয়ারম্যান আলহাজ হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ শামছুল হকের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন মাওলানা বিল্লাল হোসাইন, কাজী মাওলানা মো: আবুল হাসান শেখ শরীয়তপুরী, হাফেজ মাওলানা মো: আব্দুস সাত্তার, মুফতি মাওলানা আমিমুল এহসান, মাওলানা মো: ইলয়াস, অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবু সাইদ ও মাওলানা নুরুল ইসলাম ।
নেতৃবৃন্দ বলেন, হাজীদের সেবার মান বাড়াতে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। আগামী ২০১৭ সালের হজযাত্রী কোটা বৃদ্ধির জন্য সউদী সরকারের সাথে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়বার ওমরাহ পালন করতে গেলে দুই হাজার রিয়াল প্রদানের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য সউদী সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করার উদ্যোগ নিতে হবে। সভাপতির বক্তব্যে আলহাজ হাফেজ কাজী মাওলানা মোহাম্মদ শামছুল হক বলেন, হজযাত্রী পরিবহনের সুবিধার্থে আগামীতে হজ মওসুমে থার্ড ক্যারিয়ার চালু করতে হবে। তিনি ২০১৬ সালে সুষ্ঠু ও সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও ধর্ম সচিব আব্দুল জলিলকে আন্তরিক অভিনন্দন জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হজযাত্রীদের প্রাক-নিবন্ধন নভেম্বর থেকেই শুরু করতে হবে-হজ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে নেতৃবৃন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ