Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় টেস্টে নেই মঈন

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৯, ৯:৩৭ পিএম

স্পিন অল-রাউন্ডার মঈন আলীর পরিবর্তে বাঁ-হাতি স্পিনার জ্যাক লিচকে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডস টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ২৫১ রানে পরাজিত হয় ইংলিশরা। এসবাস্টনের সেই ম্যাচে বল হাতে ১৭২ রান খরচায় ৩ উইকেট পেলেও ব্যাট হাতে মাত্র চার রান করেন মঈন।

প্রথম টেস্টের প্রথম দিন চোট নিয়ে মাঠ ছাড়া জেমস অ্যান্ডারসনের জায়গায় দ্বিতীয় টেস্টে অভিষেক হয়ে যেতে পারে জোফরা আর্চারের। চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন ওলে স্টোনসও। আগামী ১৪ আগস্ট থেকে শুরু হবে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট।

 

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দল : জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার (উইকেটরক্ষক), স্যাম কারান, জো ডেনলি, জ্যাক লিচ, জেসন রয়, বেন স্টোকস, ক্রিস ওকস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঈন

১৯ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ