Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সরকারের জুলুম থেকে মুক্তি চায় দেশের মানুষ : সিলেট বিভাগীয় সমাবেশ সফলের প্রস্তুতি সভায় ড. মঈন খান

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২২, ৫:২৫ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, শুধু বিএনপি নয়, এদেশের সাধারণ মানুষ সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার পরও আজ বছরের পর বছর থেকে সাবেক তিন বারের এই সফল প্রধানমন্ত্রী বন্দি রয়েছেন। এখন মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। যে কারনে বিএনপির প্রতিটি গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হচ্ছে। সরকার শত বাঁধা দিয়েও মানুষকে আটকে রাখতে পারছে না। এর একটাই কারন দেশের মানুষ সরকারের ঝুলুম অত্যাচার মানে না। দেশের মানুষ সরকারের জুলুম থেকে মুক্তি চায়। এই মুক্তি শুধু বিএনপির জন্য নয়, এই মুক্তি দেশের সাধারণ মানুষের জন্য। চলমান আন্দোলনে আমাদের ৫ জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকান্ডের বিচার হবে ইন-শা-আল্লাহ।

আজ বুধবার সকালে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিলেট বিভাগীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, সিলেটের সাথে আমার আত্মার সম্পর্ক। কর্মজীবনে সিলেটে কাজ করেছি। পুণ্যভূমি সিলেট রাজনৈতিক কারনে খুবই গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করেছেন। নেত্রীর সেসব সমাবেশ জনসমুদ্রে পরিণত হত। ইনশাআল্লাহ আগামী ২০ নভেম্বরের গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে।

বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহিউদ্দিন চিস্তি।

প্রস্ততি সভায় বক্তব্য রাখেন- চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. এনামুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জি.কে গৌছ, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও এমপি শাম্মি আক্তার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম. নাসের রহমান, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের শামীম, মিজানুর রহমান মিজান ও হাদিয়া চৌধুরী মুন্নী, সিলেট জেলা বিএনপিসাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপিসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপিসাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, এমদাদ হোসেন চৌধুরী, সালেহ আহমদ খসরু ও রোকশানা বেগম শাহনাজ, সিলেট- আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী, মৌলভীবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন মিটু, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি জনগনের দল তাই জনগনের প্রতি দায়বদ্ধতা থেকেই জনতার ন্যায্য দাবী আদায়ের জন্য আন্দোলন করছে। দেশের সাধারণ মানুষ এই আন্দোলনে একাত্মতা পোষন করছে।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. এনামুল হক চৌধুরী বলেন, আওয়ামীলীগের সময় ফুড়িয়ে এসেছে। মানুষ রাজপথে নেমেছে। এবার আর স্বৈরাচারী সরকারের রেহাই নেই।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিএনপির প্রতিটি সমাবেশে মানুষের ঢল নামছে। দেশবাসী আর এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় দেখতে চায়না। সিলেটের গণসমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে ইন শা আল্লাহ।

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের মানুষ আর আওয়ামীলীগকে ক্ষমতায় দেখতে চায়না। গণসমাবেশে এর প্রমাণ দেশবাসীকে দেখিয়ে দেয়া হবে।

সভাপতির বক্তব্যে বিএনপির যুগ্ন মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পূণ্যভূমি সিলেট বিএনপির ঘাটি। এখান থেকেই সকল আন্দোলন সংগ্রামের সূচনা হয়। আগামী ২০ নভেম্বরের গণসমাবেশে সিলেটবাসীর উপস্থিতি তা প্রমাণ করবে।

অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সুনামগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন সুজন, মৌলভীবাজার জেলা জাসাসের সদস্য সচিব জসিম উদ্দিন , সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট মহানগর জাসাসের আহবায়ক মাসুম আজিজ, হবিগঞ্জ জেলা জাসাসের যুগ্ন আহবায়ক এমদাদুল হক লিটন, সুনামগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন, হবিগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি মাওলানা দবির হোসেন, সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী দলেরনসভাপতি বাহারুল কবির ফেরদৌস, সিলেট জেলা মৎস্যজীবী দলের আহবায়ক একেএম তারেক কালাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর মোহাম্মদ শওকত, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জিকে মুক্তাদির রাজু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন, মৌলভীবাজার জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর রহমান আউয়াল, সিলেট জেলা কৃুদলের আহবায়ক শহীদ আহমদ চেয়ারম্যান, সিলেট মহানগর কৃষক দলের আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরিফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল হাসিম জাকারিয়া, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাৃ মুমুিন, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ ফয়েজ, হবিগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল, আহমদ, হবিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, হবিগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি আব্দুল আহাদ, সিলেট জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট ফাতেমা ইসলাম, সিলেট জেলা সাধারণ সম্পাদক ফাহিমা কুমকুম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক এমদাদ, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জোতি এষ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায় জাহাঙ্গীর আলম প্রমুখ। সভায় বক্তারা আাগামী ২০ শে নভেম্বর সিলেট বিভাগীয় গণ সমাবেশকে সফল করতে ইতিমধ্যে গ্রহন করা বিভিন্ন কর্মসূচীর কথা দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেন এবং সমাবেশ সফল করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ড. মঈন খান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ