Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘খান্দানি শাফাখানা’ দর্শক আকর্ষণে ব্যর্থ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

বলিউডের ‘চেইস- নো মার্সি টু ক্রাইম’, ‘খান্দানি শাফাখানা’ এবং ‘রোমিও ইডিয়ট দেসি জুলিয়েট’ফিল্মগুলো মুক্তি পেয়েছে গত শুক্রবার। এছাড়া ‘জাবারিয়া জোড়ি’মুক্তি পাবার কথা ছিল, ফিল্মটি এই সপ্তাহে মুক্তে পাচ্ছে। এই তিনটির মধ্যে ‘খান্দানি শাফাখানা’র যা কিছু সম্ভাবনা ছিল, তাও কাজে লাগেনি। ডোয়েন জনসন এবং জেসন স্টেথামের ‘হবস অ্যান্ড শ’র কারণে বলিউডের এই সপ্তাহের ভরাডুবি শিল্পী দাসগুপ্ত’র পরিচালনায় সোশাল কমেডি ‘খান্দানি শাফাখানা’তে অভিনয় করেছেন সোনাক্ষি সিনহা, বরুণ শর্মা, প্রিয়াংশু জোরা, বাদশাহ, আন্নু কাপুর, কুলভূষণ খারবান্দা, নাদিরা বাব্বর এবং একটি নৃত্যদৃশ্যে ডায়ানা পেন্তি, সুনীল শেট্টি আর রাবিনা ট্যান্ডন। প্রথম দিনে ফিল্মটি আয় করেছে ১.১ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ৫.৫২ কোটি রুপি। সোমবারের আয় ৩৫ লাখ রুপি। অ্যাকশন ফিল্ম ‘চেইস- নো মার্সি টু ক্রাইম’ পরিচালনা করেছেন শুভেন্দু ঘোষ; ফিল্মটিতে অভিনয় করেছেন অমিত শেঠি Ðল, দীপাঞ্জন বসাক, মুশতাক খান এবং সমীক্ষা গৌড়। ‘চেইস- নো মার্সি টু ক্রাইম’ সপ্তাহান্ত পর্যন্ত ১.১২ কোটি রুপি আয় করেছে। রোমান্টিক কমেডি ‘রোমিও ইডিয়ট দেসি’ পরিচালনা করেছেন সুধাংশু জৈন। অভিনয় করেছেন রুসলান মুমতাজ, রেশমি সিং, বৃজেন্দ্র কালা, নীলু কোহলি এবং ওমকার দাস মানিকপুরি। ফিল্মটি সপ্তাহান্ত পর্যন্ত ১ কোটি রুপি আয় করেছে। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র আয় ৩৩ কোটি রুপি। ‘সুপার থার্টি’ আয় করেছে ১৩৩ কোটি রুপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দর্শক

১৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ