পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মৃত্যু যেন সুদূর ইতালি থেকে তাকে টেনে এনেছিল জন্মভূমি বাংলাদেশে। স্বামী আর দুই সন্তানকে নিয়ে এসেছিলেন দেশে আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটাতে। কিন্তু ছোট্ট হিংস্র প্রাণী এডিস মশা তাকে বাঁচতে দিল না। স্বপ্নের দেশ ইতালি ফিরে যাওয়া নয়; শেষ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ৩৪ বছর বয়সী হাফসা লিপি। ইউরোপ প্রবাসী হাপসা লিপিকে শরীয়পুর জেলার ভেদরগঞ্জ থানার সর্দার বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
হাফসা লিপি স্বামী সর্দার আবদুস সাত্তার দুই পুত্র অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে দেশে বেড়াতে আসেন। অতপর ওঠেন রাজধানীর ধামমন্ডির কলাবাগানে। কিছুদিন পার ৩৬ বছর বয়সী স্বামী সর্দার আব্দুল সাত্তার ডেঙ্গু জ্বরে আক্রানমনত হন। স্বামীর চিকিৎসা চলার সময় ডেঙ্গুতে আক্রান্ত হন হাফসা লিপিও। তাকে ভর্তি করা হয় ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে। স্বামী ধীরে ধীরে সেরে উঠলেও আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার গভীর রাতে হাফসা মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর পর আনোয়ার খান মডার্ন হাসপাতালে দুই অবুঝ শিশু অলি আর আয়ানের গগণবিদারী কান্নায় কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।
হাফসার ননদ ডা. নুরুন্নাহার বলেন, ঢাকায় আসার পরপরই জ্বরে পড়েন তার ভাই সর্দার আব্দুল সাত্তার। তার অসুস্থতার মধ্যেই হাফসার জ্বর আসে। গত ২৮ জুলাই এনএস-১ পরীক্ষা করা হলে তার ডেঙ্গু ধরা পড়ে। কিন্তু আমার ভাই বাসায় অসুস্থ বলে হাফসা স্বামীর সঙ্গে বাসায় থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু ২ আগস্ট শুক্রবার সকালে হঠাৎ করে হাফসার অবস্থা খারাপের দিকে গেলে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। ওইদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মাকে হারিয়ে দুই অবুঝ শিশু অলি ও আয়ানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বাবা মায়ের সঙ্গে জন্মভুমিতে বেড়াতে এসে মাকে চীরদিনের জন্য ‘কবরে রেখে’ ইউরোপের দেশ ইতালি ফিরে যাবেন দুই অবুঝ শিশু। হায়রে এডিস মশা!
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।