Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিআরইউ টেবিল টেনিসে চ্যাম্পিয়ন রুমেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ৯:০৩ পিএম

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবের টেবিল টেনিস (টিটি) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকন্ঠের রুমেল খান। মঙ্গলবার দুপুরে পল্টন ময়দান সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে টিটি’র ফাইনালে রুমেল ২-০ সেটে গত আসরের চ্যাম্পিয়ন দৈনিক সংগ্রামের মো: জাফর ইকবালকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় স্থান নির্ধারণী ম্যাচে দৈনিক কালের কন্ঠের শামীম হাসান ২-০ সেটে বিডিনিউজ২৪ ডটকমের কামাল হোসেন তালুকদারকে হারিয়ে তৃতীয় হন। এর আগে ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ মো: জাহাঙ্গীর আলম, পৃষ্ঠপোষক ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় টিটি খেলোয়াড় মাহবুব বিল্লাহ, জাতীয় ব্যাডমিন্টন দলের সাবেক তারকা খেলোয়াড় এনায়েত উল্লাহ খান ও ডিআরইউ’র আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম। এবারের ওয়ালটন-ডিআরইউ ক্রীড়া উৎসবে পুরুষ ও নারী বিভাগে মোট ১৫টি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। বুধবার অনুষ্ঠিত হবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেবিল টেনিস

১৮ অক্টোবর, ২০২২
৩০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ