Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পরিচ্ছন্নতা র‌্যালি

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১০:১৬ এএম

আজ সকাল ৯ টায় পটুয়াখালী সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলার সকল সরকারী-বেসরকারী দপ্তর,সংস্থার কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে এক পরিচ্ছন্নতা র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডিসিকোর্ট প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।সভায় জেলা প্রশাসক বলেন,আজকের এ কর্মসূচী উদ্বোধনের পরে জেলার সকল সরকারী -বেসরকারী কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিজ কার্যালয়ের অঙ্গিনা পরিস্কার -পরিচ্ছন্ন কর্মসূচী শুরু করবেন। পরে জেলা প্রশাসক মশক নিধন ওষুধ ছিটিয়ে এবং ঝোপ জঙ্গল পরিস্কারের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যালি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ