Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুর্দি এলাকায় অভিযান চালাবে তুরস্ক

২ হাজার ২শ বছর আগেও তুরস্কে নিউরোসার্জারি ছিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত ইউফ্রেটিস এলাকায় তুরস্ক সামরিক অভিযান চালাবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তুর্কি সীমান্তের কাছে কুর্দি সন্ত্রাসীদের আস্তানায় রোববার তৃতীয় দফা ওই সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন এরদোগান। ইউফ্রেটিস নদীর পূর্ব তীরে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মার্কিন ছত্রছায়ায় কুর্দিদের ওয়াইপিজি নামে সন্ত্রাসী বাহিনী প্রায়ই তুরস্ক সীমান্তে হামলা চালায়। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের কথিত আইএসবিরোধী অভিযানের অন্যতম সহযোগী এই ওয়াইপিজির কর্মীরা। কিন্তু তুরস্ক এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই বিবেচনা করে থাকে। রয়টার্স এ খবর জানিয়েছে। অপর দিকে ডেইলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে দুই হাজার ২শ বছর আগেও নিউরোসার্জারি ছিল বলে দাবি করেছেন তুরস্কের বিজ্ঞানীরা। স¤প্রতি তুরস্কের এক প্রাচীন শহরে খুঁজে পাওয়া মানুষের একটি মাথার খুলিকে প্রমাণ হিসেবে উপস্থাপন করছেন তারা। বলছেন, খুলিতে অস্ত্রোপচারের স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। খুলিটি কমপক্ষে দুই হাজার ২০০ বছর আগের বলেও জানান তারা। ডেইলি সাবাহ জানায়, তুরস্কের দক্ষিণাঞ্চলে মুগলা প্রদেশে স¤প্রতি সন্ধান পাওয়া যায় প্রাচীন শহর ইউরোমাসের। সেখানেই গত কয়েক বছর ধরে তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবুজর কিজিলের নেতৃত্বে প্রতœতাত্তি¡ক খোঁড়াখুঁড়ি করছেন একদল প্রতœতত্ত¡বিদ। বিদ্যুতের খুঁটি বসানের কাজ করার সময় খননে ২০টি কবরের সন্ধান মেলে। সেখানে আরও অনেক প্রতœতাত্তি¡ক নিদর্শনসহ ওই মাথার খুলিটিও পাওয়া যায়। এটা প্রাপ্তবয়স্ক এক পুরুষের মাখার খুলি। তাতে স্পষ্ট অস্ত্রোপচারের চিহ্ন দেখা যায়। অধ্যাপক কিজিল বলেন, ধারণা করা হচ্ছে মাথাব্যথা বা অন্য কোনো কারণে ওই ব্যক্তির মাথায় অস্ত্রোপচার করা হয়। এর সঙ্গে ভূমধ্যসাগরীয় ওই অঞ্চলের মানুষের চিকিৎসাশাস্ত্রের চর্চার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। রয়টার্স, ডেইলি সাবাহ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ