গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় ছুরিকাঘাতে মো. নাছির উদ্দিন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পৌনে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায়, নিহত ও আটক উভয়ই মাদক কারবারি।
বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে আনন্দনগর এলাকার ঝিলপাড়ে নাসিরের বুকে ছুরিকাঘাত করা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ওসি আরও বলেন, তারা দু’জনেই মাদক কারবারী। মাদকসহ নান কারণে অভ্যন্তরীণ কোন্দলের জেরে নাছিরকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।