Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০১৯, ১২:০১ এএম

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনারা গোলাবর্ষণ অব্যাহত রাখায় পাকিস্তান ওই অঞ্চলে কর্মরত ৫০ জনের বেশি চীনা নাগরিককে সরিয়ে নিয়েছে। পাকিস্তান শাসিত কাশ্মিরে নিলম ও ঝিলম নদীর প্রবাহ পথে একটি বাঁধ নির্মাণের কাজ করছিলো এসব চীনা। তাদেরকে মঙ্গলবার শেষ রাতের দিকে সরিয়ে নেয়া হয় বলে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আখতার আইয়ুব জানিয়েছেন। স্থানীয় আরেক কর্মকর্তা বাদশাহ শাহিদ মাহমুদ জানিয়েছেন যে, গত ২৪ ঘন্টায় ভারতীয় সেনাদের নির্বিচার গোলাবর্ষণে এক নারী ও এক শিশুসহ তিন ব্যক্তি নিহত ও ৩১ জন আহত হওয়ার পর চীনা নাগরিকদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। গত ফেব্রæয়ারিতে ভারত অধিকৃত কাশ্মিরে এক আত্মঘাতি হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত এবং তার জের ধরে দুই দেশের মধ্যে সংক্ষিপ্ত বিমান যুদ্ধের পর থেকেই ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অব্যাহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ