Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০১৯, ১২:০০ এএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমেই একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে ওঠে। তিনি গত মঙ্গলবার ২১তম রাফি স্মৃতি উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চিলড্রেন লিউকেমিয়া এসিসটেন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ) এবং রোটারী-রোটার‌্যাক্ট ক্লাব অব ইসলামাবাদ চট্টগ্রামের উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

এতে আরও বক্তব্য রাখেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার আলতাফ মোহাম্মদ হান্নান, চিত্রশিল্পী অধ্যাপক সৌমেন দাশ, ‘ক্লাশ’ চেয়ারম্যান সাংবাদিক ওসমান গণি মনসুর, জাহিদ ইকবাল, আবদুল মান্নান আসিফ প্রমুখ। প্রতিযোগিতায় ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে ৩৯ জন অ্যাওয়ার্ড লাভ করে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিযোগিতা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ