বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুরের পীরগাছায় জহুরুল ইসলাম (৩৩) নামে এক জুয়াড়িকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩১ জুলাই) বিকাল ৪টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম উপজেলার চন্ডিপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, পীরগাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার কালিগঞ্জ (বটতলা) বাজারে অভিযান চালায়। এসময় জুয়া খেলার অভিযোগে জহুরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
পীরগাছা থানার ওসি রেজাউল করিম জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত জহুরুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।