পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তার জন্য প্রায় ৩ ঘন্টা ফেরির অপেক্ষায় থেকে অ্যাম্বুলেন্স থাকা অবস্থাতেই প্রাণ গেল নড়াইলের স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩)। মর্মার্ন্তিক ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। নিহত তিতাস নড়াইলের কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার মৃত তাপস ঘোষের ছেলে এবং কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
তিতাসের মা সোনামনি ঘোষ বলেন, বরযাত্রী হিসেবে মোটর সাইকেলে তিতাস ও বন্ধু সনু বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। ওইদিন রাত ৮টার দিকে নড়াইল-কালিয়া সড়কের আউড়িয়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয় তারা। তিতাসের মাথায় ও বুকে আঘাত লাগে। গুরুতর অবস্থায় প্রথমে তিতাসকে তাদের নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়। পরে আরো উন্নততর চিকিৎসার জন্য একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে ঐ রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন পরিবারের লোকজন। অ্যাম্বুলেন্সটি রাতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মাদারীপুরের কাঁঠালবাড়ি ১নং ভিআইপি ফেরিঘাটে পৌঁছায় । এদিকে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটে সরকারি মাধ্যমে বার্তা আসে যে, যুগ্ম-সচিব পদমর্যাদায় সরকারের এটুআই প্রকল্পের জেনারেল সেক্রেটারী হিসেবে কর্মরত আবু সফর মন্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন। ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা তার জন্য প্রস্তুত রাখা ফেরিটিতে অ্যাম্বুলেন্সটিকে তোলেন। তিতাসের মামা বিজয় ঘোষ বলেন, আমার বোন সোনামনি ঘোষ ফেরির লোকদের পায়ে ধরে মাটিতে পড়ে কেঁদেছে। তবু ওরা ফেরি ছাড়েনি। উল্টো বলেছে ভিআইপি আসবে ফেরি ছাড়লে নাকি তাদের চাকরি থাকবে না। আর আমাদের রোগী যে মরে যাচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। এদিকে ওই কর্মকর্তার গাড়িটি না আসা পর্যন্ত ফেরি ছাড়তে রাজি হননি ঘাট কর্তৃপক্ষ। এই অবস্থায় মুমূর্ষ তিতাসকে বাঁচাতে পরিবারের স্বজনরা ফোন করেন জরুরী নাম্বার ৯৯৯। সাহায্য চান ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের। তাদের অভিযোগ, কারও অনুরোধই রাখেননি ঘাট কর্তৃপক্ষ। ফলে কুমিল্লা নামের ফেরীটি দেরীতে ছাড়ায় কাঠালবাড়ীঘাট প্রান্তেই রাত ১২ টার দিকে তিতাস মারা যায়।
এদিকে এ ঘটনার ব্যাপারে বিআইডবিøউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, পদ্মায় স্রোতের কারণে ১৮টি ফেরির মধ্যে মাত্র ৮টি ফেরি চলাচল করা সম্ভব ছিল। দ্রæত পারাপারের কথা বিবেচনা করে ওই অ্যাম্বুলেন্সটিকে ভিআইপি ফেরিতে ওঠানো হয়। তবে ফেরি ছাড়তে স্বাভাবিক যে সময় লাগে তার বেশি দেরি করা হয়নি।
বিষয়টি নিয়ে ঐ যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডল বলেন, এ বিষয়টি নিয়ে আমি বিব্রত এবং হতবাক। আমি যে কী পরিমাণ অস্বস্তির মধ্যে আছি তা বলে বোঝাতে পারব না। আমি ফেরি আটকে রাখতে বলিনি। আমি শুধু বলেছি আমি যাব একটা ব্যবস্থা করতে। আমার কাছে কোনো সিদ্ধান্তও জানতে চাওয়া হয়নি।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ফেরি ছাড়তে বিলম্ব হওয়ার যে অভিযোগের ভিত্তিতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল হক পাটোয়ারীকে প্রধান করে। ওই কমিটির বাকিরা হলেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবীর হোসেন ও বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম এ কে এম শাহজাহান।
অপরদিকে এ ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে গঠিত হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।