Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেরি রইল সচিবের অপেক্ষায় অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

লোকদের পায়ে ধরে মাটিতে পড়ে কেঁদেছি তবুও ওরা ফেরি ছাড়েনি একাধিক তদন্ত কমিটি

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৯, ১২:০০ এএম

যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তার জন্য প্রায় ৩ ঘন্টা ফেরির অপেক্ষায় থেকে অ্যাম্বুলেন্স থাকা অবস্থাতেই প্রাণ গেল নড়াইলের স্কুলছাত্র তিতাস ঘোষের (১৩)। মর্মার্ন্তিক ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। নিহত তিতাস নড়াইলের কালিয়া পৌরসভার বড়কালিয়া এলাকার মৃত তাপস ঘোষের ছেলে এবং কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

তিতাসের মা সোনামনি ঘোষ বলেন, বরযাত্রী হিসেবে মোটর সাইকেলে তিতাস ও বন্ধু সনু বৃহষ্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন। ওইদিন রাত ৮টার দিকে নড়াইল-কালিয়া সড়কের আউড়িয়া মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হয় তারা। তিতাসের মাথায় ও বুকে আঘাত লাগে। গুরুতর অবস্থায় প্রথমে তিতাসকে তাদের নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়া হয়। পরে আরো উন্নততর চিকিৎসার জন্য একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে ঐ রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন পরিবারের লোকজন। অ্যাম্বুলেন্সটি রাতে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌ-রুটের মাদারীপুরের কাঁঠালবাড়ি ১নং ভিআইপি ফেরিঘাটে পৌঁছায় । এদিকে বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটে সরকারি মাধ্যমে বার্তা আসে যে, যুগ্ম-সচিব পদমর্যাদায় সরকারের এটুআই প্রকল্পের জেনারেল সেক্রেটারী হিসেবে কর্মরত আবু সফর মন্ডল পিরোজপুর থেকে ঢাকা যাবেন। ঘাটের ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মকর্তারা তার জন্য প্রস্তুত রাখা ফেরিটিতে অ্যাম্বুলেন্সটিকে তোলেন। তিতাসের মামা বিজয় ঘোষ বলেন, আমার বোন সোনামনি ঘোষ ফেরির লোকদের পায়ে ধরে মাটিতে পড়ে কেঁদেছে। তবু ওরা ফেরি ছাড়েনি। উল্টো বলেছে ভিআইপি আসবে ফেরি ছাড়লে নাকি তাদের চাকরি থাকবে না। আর আমাদের রোগী যে মরে যাচ্ছে, সেদিকে তাদের কোনো নজর নেই। এদিকে ওই কর্মকর্তার গাড়িটি না আসা পর্যন্ত ফেরি ছাড়তে রাজি হননি ঘাট কর্তৃপক্ষ। এই অবস্থায় মুমূর্ষ তিতাসকে বাঁচাতে পরিবারের স্বজনরা ফোন করেন জরুরী নাম্বার ৯৯৯। সাহায্য চান ঘাটে দায়িত্বরত পুলিশ সদস্যদের। তাদের অভিযোগ, কারও অনুরোধই রাখেননি ঘাট কর্তৃপক্ষ। ফলে কুমিল্লা নামের ফেরীটি দেরীতে ছাড়ায় কাঠালবাড়ীঘাট প্রান্তেই রাত ১২ টার দিকে তিতাস মারা যায়।

এদিকে এ ঘটনার ব্যাপারে বিআইডবিøউটিসি মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন বলেন, পদ্মায় স্রোতের কারণে ১৮টি ফেরির মধ্যে মাত্র ৮টি ফেরি চলাচল করা সম্ভব ছিল। দ্রæত পারাপারের কথা বিবেচনা করে ওই অ্যাম্বুলেন্সটিকে ভিআইপি ফেরিতে ওঠানো হয়। তবে ফেরি ছাড়তে স্বাভাবিক যে সময় লাগে তার বেশি দেরি করা হয়নি।
বিষয়টি নিয়ে ঐ যুগ্ম সচিব আবদুস সবুর মন্ডল বলেন, এ বিষয়টি নিয়ে আমি বিব্রত এবং হতবাক। আমি যে কী পরিমাণ অস্বস্তির মধ্যে আছি তা বলে বোঝাতে পারব না। আমি ফেরি আটকে রাখতে বলিনি। আমি শুধু বলেছি আমি যাব একটা ব্যবস্থা করতে। আমার কাছে কোনো সিদ্ধান্তও জানতে চাওয়া হয়নি।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, ফেরি ছাড়তে বিলম্ব হওয়ার যে অভিযোগের ভিত্তিতে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শহীদুল হক পাটোয়ারীকে প্রধান করে। ওই কমিটির বাকিরা হলেন শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আবীর হোসেন ও বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম এ কে এম শাহজাহান।

অপরদিকে এ ঘটনায় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহনওয়াজ দিলরুবা খানের নেতৃত্বে গঠিত হয়েছে। এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মন্ত্রণালয়ের উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিম। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।



 

Show all comments
  • Mst Asma Akter ৩০ জুলাই, ২০১৯, ১:২৭ এএম says : 0
    উপযুক্ত ন্যায় বিচার কামনা করছি
    Total Reply(0) Reply
  • Sumaiya Tanha ৩০ জুলাই, ২০১৯, ১:২৮ এএম says : 0
    এই দুনিয়াই সুষ্ঠু বিচার হবে, আশা করা, দুরহ!
    Total Reply(0) Reply
  • Mohamad Rafiqul Islam ৩০ জুলাই, ২০১৯, ১:২৮ এএম says : 0
    এসব তদন্ত কমিটি সাধারণ মানষকে বোকা বানানো এবং আই ওয়াস, ঐ সব লোকদের কিছুই হবে না হ্যাঁ যদি তিতাস কোন মন্ত্রী বা আমলার ছেলে হতো তাহলে হয়তো কিছু আশা করা যেত।
    Total Reply(0) Reply
  • Khadiza Anam ৩০ জুলাই, ২০১৯, ১:২৮ এএম says : 0
    উপযুক্ত ও ন্যায় বিচার কামনা করছি । ফেরি হচ্ছে সচিবের বাবার । তো ওদের জন্য অপেক্ষা করবেনা তো রুগির জন্য করবে ? এ সচিবের বিয়ে খাওয়া শিক্ষা দিতে হবে ? আর কোন সচিব যেন এমন অন্যায় না করতে সাহস পায়?
    Total Reply(0) Reply
  • Ashraf Hossain ৩০ জুলাই, ২০১৯, ১:২৮ এএম says : 0
    এই ধরনের নগ্ন মানুষিকতার ভিআই পি রা বহু দিন ধরেই আমাদের সমাজে বাস করছে।উপযুক্ত শাস্তি হলে এই লোক গুলোর চর্বি কমতে।
    Total Reply(0) Reply
  • Rakibul Hasan Durjoy ৩০ জুলাই, ২০১৯, ১:২৯ এএম says : 0
    কোন রাষ্ট্রে ভি আই পি নামের কন্সেপ্ট থাকা উচিত নয়,আর আমাদের মত রাষ্ট্রে আরো আগে নয়। জনতার চেয়ে বড় ভি আই পি আর কে হতে পারে? জনগন তো রাষ্ট্রের মালিক। প্রজাতন্ত্রের কর্মচারী কি করে ভি আই পি হয়? আমার ট্যাক্সের টাকায় বেতন ভাতা নিয়ে আমার উপর কি করে জমিদারি ফলায়? সংবিধানে রাষ্ট্রের সবাই সমান লিখে আবার কি করে ভি আই পি,ভি ভি আই পি ধারনা রাষ্ট্রে বিস্তার হয়? আমরা কি রাষ্ট্রের আধুনিক দাস হয়ে গেলাম?
    Total Reply(0) Reply
  • Md Imran Hossain ৩০ জুলাই, ২০১৯, ১:২৯ এএম says : 0
    সারাজিবন পড়েছি সময়ের চেয়ে জীবনের মুল্যা অনেক বেশি। কালক্রমে এমন একটা সভ্যতায় আমরা বাস করি সেখানে জীবনের চেয়ে সময়ের মুল্য বেশি, আপসোস।আমরা আর মানুষ হবো কবে?
    Total Reply(0) Reply
  • Sohan Rashed ৩০ জুলাই, ২০১৯, ১:২৯ এএম says : 0
    এম্বুল্যান্সের চেয়ে ভিঅাইপি কি হতে পারে? প্রধানমন্রীর গাড়ি হলেও এম্বুল্যান্স কে যায়তে দিতে বাধ্য থাকে.. অার এই তো সচিব এর জন্য এত কিছু কেনো?
    Total Reply(0) Reply
  • Mohamad Rafiqul Islam ৩০ জুলাই, ২০১৯, ১:৩০ এএম says : 0
    সাধারণ জনগণের জন্য এই দেশ দিন দিন বিপদজনক হয়ে উঠছে, ভিআইপি, ভিভিআইপি এরা হচ্ছে এদেশের আসল জনগণ, আইন বলেন সূযোগ সূবিধা বলেন সবই তো তাদের পকেটে, আমরা শুধূ tax দিয়ে তাদের পেট ভরাচ্ছি।
    Total Reply(0) Reply
  • Md Asifur Rahman ৩০ জুলাই, ২০১৯, ১:৩০ এএম says : 0
    ফেরি ছাড়তে যে নিষেধ করছে সেই তদন্ত কমিটির প্রধান। কি তদন্ত করবেন জাতি ভালো জানে
    Total Reply(0) Reply
  • Shimul Hassan ৩০ জুলাই, ২০১৯, ১:৩০ এএম says : 0
    এই সব ফালতু ভি আই পি এরা নিজেদের জনগণের কর্তা মনে করে। কিন্তু এরা ভুলে গেছে জনগণের কর্মচারী এরা। এদের এখন এই কথা বোঝানোর সময় এসেছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ