Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে সাজাপ্রাপ্ত আসামী ও এক ইয়াবা সম্রাট আটক

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৯, ৭:৪৯ পিএম

রাউজানে ৩ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামী মমতাজ আলী (৪৮) কে আটক করেছে পুলিশ। শনিবার (২৭ জুলাই) সকালে রাউজান থানার এসআই বিন ইউসূফের নেতৃত্বে একদল পুলিশ রাউজান পৌরসভার জলিল নগর সংলগ্ন বাইন্যাপুকুর পাড় থেকে তাকে আটক করা হয়। ধৃত মমতাজ আলী রাঙামাটি জেলার রিজার্ভ বাজার এলাকার ওবায়দুর রহমানের পুত্র। সে দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার গহিরা এলাকায় বসবাস করে আসছিল। এই প্রসঙ্গে রাউজান থানার এসআই আরাফাত বিন ইউসূফ বলেন, মমতাজ আলী বেপরোয়াভাবে গাড়ি চালানো একটি মামলায় ৩ বছর ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামী। তাকে কোর্টের মাধ্যমে করাগারে প্রেরণ করা হয়েছে। মমতাজ আলী পেশায় একজন বাসচালক বলে জানা গেছে।

অন্যদিকে রাউজানের ইয়াবা সম্রাট খ্যাত সুমন (২৯) কে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুলাই) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের বেরুলিয়া ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত সুমন রাউজান পৌরসভার সুলতানপুর গ্রামের রমজান আলী ড্রাইভার বাড়ির মৃত রাশেদুল ইসলামের পুত্র। রাউজান থানার ডিউটি অফিসার এসআই ইব্রাহিম খলিল বলেন, রাউজান পৌরসভার ইয়াবা সম্রাট সুমনকে ৪৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে কোর্টের মাধ্যমে করাগারে পাঠানো হয়েছে। সুমনের বিরুদ্ধে মাদক মামলাসহ রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ