বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট জামাল হোসেন মিয়ার বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা বাড়ীতে অবস্থান করা মা ও বোনকে বেঁধে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩৫হাজার টাকা লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।
জামাল হোসেনের মা তালমা ইউপি চেয়ারম্যান দেলোয়ারা বেগম জানান, রাতে ১০-১২ জনের ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ফেলে। পরে আলমিরাসহ আসবাবপত্র তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোবাইল সেট লুটে নেয় ডাকাতরা।
খবর পেয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান পরিদর্শন শেষে জানান, ঘটনাটি পুলিশ তদন্ত করছে, লিখিত অভিযোগ পেলে সে মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।