মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিসরের বর্তমান সরকারের যারা সমালোচনা করবে তাদের গলা কেটে দেয়া হবে বলে মন্তব্য করেছেন দেশটির অভিবাসন বিষয়ক মন্ত্রী নাবিলা মাকরাম। তিনি এক সরকারি সফরে কানাডা গিয়ে টরেন্টো শহরের এক অনুষ্ঠানে ওই মন্তব্য করেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। মূলত দেশটিতে বর্তমান ক্ষমতায় থাকা সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল সিসির বিরোধী লোকজনের গলা কাটার হুমকি দিয়ে এ বক্তব্য দেন তিনি। বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন এই মন্ত্রী। অনেকে বলছেন, মিসরের এ মন্ত্রী সহিংসতার পথ বেছে নেয়ার কথা তুলে ধরেছেন। কানাডায় অভিবাসী লোকজনের এ অনুষ্ঠানে নাবিলা মাকরাম বলেন, আমাদের দেশ সম্পর্কে যে কেউ কথা বলেছে তাদের ভাগ্যে কী জুটেছে? আমরা গলা কেটে দিয়েছি।এদিকে, মিসর-কানাডা কোয়ালিশন ফর ডেমোক্র্যাসি’র পরিচালক মুহাম্মাদ কামাল বলেন, মন্ত্রীর এ বক্তব্য খুবই বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।