Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাঈদীসহ ১০৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন

রাবি ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা

রাবি সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ১২:০১ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন হত্যা মামলার নয় বছর পর জামায়াতের নায়েবে আমীর ও মুক্তিযুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ১০৪ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌনে ১২টার দিকে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এনায়েত কবির সরকার শুনানি শেষে এই আদেশ দেন। শুনানির সময় সাঈদীর আইনজীবী ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। তবে আদালত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি।

মামলার অভিযোগে সাঈদীর বিরুদ্ধে হত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় মোট ১১০ জন আসামীর মধ্যে ৬ জন বিভিন্ন সময়ে মারা গেছে। এর আগে গতকাল বেলা ১১টার দিকে মাওলানা সাঈদীকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে সরাসরি আদালতে নেয়া হয়। এ সময় আদালত চত্ত¡রে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। এছাড়া আদালত চত্ত¡রে অবস্থান নেয় পুলিশের বিশেষায়িত ইউনিট ক্রাইম রেসপন্স টিম-সিআরটি এবং র‌্যাব সদস্যরাও।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী শিরাজী শওকত সালেহীন এলেন বলেন, সাঈদীসহ ১০৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আদালত বিচারকার্যের তারিখ পরবর্তীতে নির্ধারণ করবেন। তবে হত্যায় সাঈদীর সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, সাঈদী আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। হত্যাকাণ্ডে তার কোন সংশ্লিষ্টতা নেই। তিনি আদালতের কাছে সুষ্ঠু বিচার কামনা করেন।
ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী আবু মো. সেলিম । তিনি বলেন, মামলার এজহারে সুনির্দিষ্ট করে ৩৫ জন এবং অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছিল। সে হিসেবে আসামি হবে ৫৫-৬০ জন। কিন্তু আসামি করা হয় ১১০ জনকে। তার মধ্যে ছয় জন মারা যাওয়ায় ১০৪ জনের নামে অভিযোগ গঠন করা হয়েছে। ফারুক হত্যার ব্যাপারে সাঈদী রাজশাহীতে এসে গোপন বৈঠক করেছেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ।

তবে আসামীপক্ষের অপর আইনজীবী অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, ফারুক হত্যার আগের দিন জামায়াতের এক সমাবেশে সাঈদী ছাত্রলীগ প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু হত্যার কথা বলেন নি বা নির্দেশও দেন নি। এমন কি ছাত্রলীগ কর্মী ফারুককে তিনি চিনতেনও না। কাজেই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।



 

Show all comments
  • Habibur Rahman ২৬ জুলাই, ২০১৯, ৩:৫৯ এএম says : 0
    আল্লাহ্ হেফাজতকারি।দোয়া রইলো, হুজুর বুকটা,,,,,,,,,,,।।।।।।
    Total Reply(0) Reply
  • Harun Rashid ২৬ জুলাই, ২০১৯, ৪:০০ এএম says : 0
    সব কিছু আল্লাহর তরফ থেকে
    Total Reply(0) Reply
  • Delor Rubel ২৬ জুলাই, ২০১৯, ৪:০০ এএম says : 0
    আল্লাহ একবার যদি ফিরিয়ে দিতে কুরআনের ময়দানে
    Total Reply(0) Reply
  • Fakhruddin Ahmed ২৬ জুলাই, ২০১৯, ৪:০১ এএম says : 0
    আল্লাহ নেক হায়াত দিন। এত কষ্টের মাজে আল্লাহ সবর করার তাওফিক দিন। আমিন।।
    Total Reply(0) Reply
  • Somrut Shah ২৬ জুলাই, ২০১৯, ৪:০২ এএম says : 0
    may Allah bless him with health, happiness, patience & strength...
    Total Reply(0) Reply
  • Seuly Khatun ২৬ জুলাই, ২০১৯, ৪:০২ এএম says : 0
    আল্লাহ তায়ালা তুমিই আমাদের জন্য যথেষ্ট, তুমি উত্তম কর্মবিধায়ক; তুমিই আমাদের জন্য উত্তম অভিভাবক এবং সাহায্যককারী। আমাদের প্রিয় স্যারকে তুমি নিরাপত্তার চাদরে সর্বদা হেফাজত কর।
    Total Reply(0) Reply
  • Md Mobarak ২৬ জুলাই, ২০১৯, ৪:০২ এএম says : 0
    সাঈদী সাহেবকে আল্লাহ উত্তম পুরস্কার দান করিবেন,আর মিথ্যা বাদীদেরকে আল্লাহ অভিশপ্ত করিবেন।
    Total Reply(0) Reply
  • Citizen ২৬ জুলাই, ২০১৯, ৮:৪০ পিএম says : 0
    truth will prevail in the long run. May Almighty Allah bless him.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাঈদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ