বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরে বুধবার দুপুরে ইমরুল হোসেন (৩০) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তার বাড়ি শহরতলীর ভাতুড়িয়া গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, যশোর সদর উপজেলার হরিণার বিলে ইমরুলের একটি মাছের ঘের রয়েছে। ওই ঘেরে সকালে শহরের চাঁচড়া এলাকার কতিপয় সন্ত্রাসী ভ্রাম্যমান পতিতা নিয়ে যায়। সেখানে ইমরুলের ছোট ভাই ইসরাজুল তাদের অসামাজিক কার্যকলাপে বাধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ফিরে আসে। দুপুর পৌনে ১টার দিকে ৪/৫টি মোটরসাইকেলযোগে ৭/৮জন চিহ্নিত সন্ত্রাসী ঘেরে গিয়ে ইমরুলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও গুলি করে।
গুলিবিদ্ধ ইমরুল হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলা পৌনে ৩টার দিকে তিনি মারা যান। পুলিশ সুপার মঈনুল হকসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।