বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সোহেল হাওলাদার (২৫) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদÐ দেওয়া হয়। সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুর ইসলাম আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত সোহেল হাওলাদার শহরতলীর রামনগর এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ ৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ডিবির এসআই শামীম হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৭ সালের ৩ জানুয়ারি তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।