বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যমুনা এবং যমুনা নদীর উপনদী ও পদ্মার শাখা হুরা সাগর নদীতে একসাথে পানি বৃদ্ধি দ্রুত পাওয়ায় পাবনার বেড়া উপজেলার নদী কূলবর্তী এলাকা সমূহের বাড়িঘর ও বিস্তৃত ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে পুকুর ও জলাশয়ে চাষ করা মাছ। পুকুর ও জলাশয়ে ঘেরবেড় দিয়ে চাষ করা মাছের বেড়িয়ে যাওয়া রোধ করা যায়নি। বন্যার পানিতে বাড়ী- ঘর প্লাবিত হয়ে পড়েছে। মানুষজন গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন। সামনে পবিত্র কোরবানী ঈদ । প্রান্তিক মানুষজন নিজ বাড়িতে গরু-ছাগল লালন পালন করছিলেন কোরবানীর হাটে বিক্রি করার জন্য তাদের মধ্যে হতাশা নেমে এসেছে। নুরুল, আফাজ মিয়া, গেদা প্রামানিক জানান, বাড়ী ঘর ফেলে রেখে আশ্রয় নিতে হচ্ছে নিকটবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে এবং সাথে গবাদি পশু নিয়ে যাচ্ছেন। বন্যার করাণে পশুর খাবার সংকট দেখা দিয়েছে। নৌকা নিয়ে দূরবর্তী স্থান থেকে ভূষি-খৈল চড়া দামে কিনে আনতে হচ্ছে।
উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চরাঞ্চলের ২০ বিঘা জমির আমন ধান, ইরি, শাক- সবজি’র ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।