Inqilab Logo

শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

জাপানের অ্যানিমেশন স্টুডিওতে আগুন, নিহত অন্তত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ জুলাই, ২০১৯, ২:২৩ পিএম

জাপানের একটি অ্যানিমেশন স্টুডিওতে লাগা আগুনে কমপক্ষে ১০ জন মারা গেছেন। এছাড়া আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, দেশটির শহর কিয়েটোতে স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় আগুনের শুরু হয়। ওই ভবনের ভেতর প্রায় ৭০ জনের মতো ছিল।

জাপানি গণমাধ্যমগুলো বলছে, এই আগুন লাগিয়ে দেয়া হয়ে হয়েছে। এক ধরনের তরল পদার্থ ছিটিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগুন লাগা ওই অ্যানিমেশন স্টুডিওটি বেশ জনপ্রিয়। বিভিন্ন শো এবং সিনেমার অ্যানিমেশনের জন্য এটি বেশ পরিচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ