বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটের সুরমা-কুশিয়ারাসহ বিভিন্ন নদ-নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কারণে এখনও প্লাবিত রয়েছে নিম্নাঞ্চল।
মঙ্গলবার (১৬ জুলাই) থেকে বুধবার (১৭ জুলাই) নদীগুলোর পানি কিছুটা কমেছে। কিছুটা বেড়েছে সারি নদীর পানি।
সিলেট পানি উন্নয়ন বোডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ১৩ দশমিক ১৭ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহমান ছিল। বুধবার সকাল ৯টা পর্যন্ত ৫ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা এখনও বিপদসীমার ৮৭ সেন্টিমিটার ওপরে।
সুরমা নদী সিলেট পয়েন্টে আগের দিন ১০ দশমিক ৭৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বুধবার ৭ সেন্টিমিটার কমে ১০ দশমিক ৬৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপরও বিপদসীমার ৫১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহমান।
কুশিয়ারা নদীর পানি সিলেটের বিয়ানীবাজার শেওলা পয়েন্টে মঙ্গলবার গতিপ্রবাহ ছিল ১৩ দশমিক ৪০। আজ তা ১৬ সেন্টিমিটার কমে ১৩ দশমিক ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও বিপদসীমার ৭৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই নদীর পানি।
সিলেটের জৈন্তাপুরে পাহাড়ি নদী সারি মঙ্গলবার ১০ দশমিক ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার তা ৩২ সেন্টিমিটার বেড়ে ১০ দশমিক ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিপদসীমার ১ দশমিক ০১ সেন্টিমিটার নিচে রয়েছে।
এছাড়া কানাইঘাটের লোভাছড়ার পানি আগেরদিন ১৪ দশমিক ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত ছিল। আজ তা ২০ সেন্টিমিটার কমে ১৪ দশমিক ৪২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহমান।
সিলেট পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, সিলেটের নদ-নদীর পানি প্রতি ঘণ্টায় কমে আসছে। বৃষ্টি কম হওয়ায় পানিও কমে আসছে।
এদিকে, পানি কমতে শুরু করায় পানিবাহী রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে। ফলে বন্যাকবলিত সিলেটের ১৩টি উপজেলায় স্বাস্থ্যসেবা দিতে ১৪০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান।
বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে আগেরদিন মঙ্গলবার তিনি সংবাদ সম্মেলনও করেছেন। এ কয়দিনে ১৩ উপজেলায় বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।