বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বুধবার সুন্দরগঞ্জ-কামারজানি বাঁধের চন্ডিপুর অংশে বন্যার পানি ছুঁই ছুঁই করছে। চন্ডিপুর গ্রামের লালচামার বাজারের পাশে এক জায়গায় বাঁধের উপর দিয়ে পানি ভিতরে ঢুকতেছিল। স্থানীয় জনগণ তড়িৎ গতিতে মাটি দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ওই এলাকার কয়েক হাজার লোক বাঁধ ভেঙ্গে যাওয়ার আতঙ্কে রয়েছেন। উপজেলার বন্যা কবলিত ৭ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ব্যস্ত সময় পার করছেন ত্রাণ বিতরণে। এখনো অনেক লোক ত্রাণের জন্য হাহাকার করছে। গো-খাদ্যের চরম সংকট দেখা দেয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁধে আশ্রিতদের মাঝে ইউএনও সোলেমান আলী ও সহকারী কমিশনার (ভূমি) রাসেল মিয়া ঘাস ও খড় বিতরণ করেছেন। এই চরম দুরাবস্থায় মানবতার সোবায় এগিয়ে এসেছেন স্থানীয় পুলিশ। বুধবার থানার ওসি এসএম আব্দুস সোবহান সঙ্গীয় ফোর্স সহকারে নিজেদের অর্থায়নে বেলকা ইউনিয়নের বেকরীর চর ও জিগাবাড়ীর চরে ৩০০ প্যাকেট শুকনো খাবার পরিবেশন করেছেন।র্ শুকনো খাবারের প্যাকেটে ছিল মোমবাতি, চিড়া, চিনি,ম্যাচ ও পানির বোতল। উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, বাঁধ ভেঙ্গে যেন না যায় সেজন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।