Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজাপুরে বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গৃহকর্তা খুন

রাজাপুর ( ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০১৯, ৫:০৫ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরে উপকন্ঠের বসত বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় গৃহকর্তা আব্দুল হক (৫৫) খুন হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন নিহতের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে ঐ দম্পতি ছাড়া অন্য কেহ ছিল না। প্রত্যক্ষদর্শী আব্দুল হকের স্ত্রী মোসাঃ লিলু বেগম জানায়,রাতে ঘুমিয়ে পরি,হঠাৎ আনুমানিক ২টায় সময় ৭/৮ জনের মুখোশধারী একটি ডাকাত দল ভবনের সামনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। গৃহকর্তা টের পেয়ে ডাকচিৎকার করে, এ সময় গৃহকর্তা আব্দুল হকের বুকে ডাকাত দল বেধরক মারধর করলে তিনি অচেতন হয়ে পরেন। লিলু বেগমকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আনুমানিক ২ ঘন্টাব্যাপী ঘরের মধ্যে তান্ডব চালিয়ে নগদ ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার সহ মূল্যবান মালামাল হাতিয়ে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। ডাকাত দল যাওয়ার পরে বাড়ির গৃহকর্তির ডাকচিৎকারে তার ভাই প্রতিবেশী আব্দুল সালাম ছুটে আসে। আব্দুল সালাম জানায়, ডাকচিৎকার শুনে ঘটনা স্থলে এসে আব্দুল হককে অচেতন অবস্থায় দেখে ডাক্তার আনতে মেডিকেলে যান। কতর্ব্যরত ডাক্তার এসে তাকে মৃত ঘোষনা করে। রাজাপুর থানা পুলিশ ঘটনা থেকে একটি সাবল ও কাপড়ে জড়ানো একটি এলিডি টিভি উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্হল পরিদর্শন করেন। অনুসন্ধানের জন্য বাংলাদেশ পুলিশে পিবিআই, ডিবি, সিআইডি সহ বিভিন্ন সংস্থা ঘটনা স্থলে কাজ করছেন। । রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান,রিপোর্ট লেখা পর্যন্ত ডাকাত সন্দেহে কেহ গ্রেফতার হয়নি বা মামলা রেকর্ড হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডাকাতি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ