বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহে হরিণাকুন্ডুতে অবৈধ ভাবে স্পিরিট রাখার দায়ে সাহেদ আলী নামের এক হোমিও চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু শহরের হলবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অিিধদপ্তর। এসময় তার দোকান থেকে ১লিটার স্পিরিট উদ্ধার করা হয়। সাহেদ আলী হরিণাকুন্ডু গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন হরিণাকুন্ডু উপজেলার হল বাজার এলাকার হোমিও চিকিৎসক সাহেদ আলী স্পিরিট বিক্রি করছে। মঙ্গলবার সেখানে অভিযান চালানো হয়। এসময় সাহেদ আলীকে আটক করে তার দোকান থেকে ১ লিটার স্পিরিট উদ্ধার করা হয়। দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম আদালত বসিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে স্থানীয় কলেজের অধ্যক্ষের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। হোমিও চিকিৎসক সাহেদ আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোঁখ ফাকি দিয়ে স্পিরিটের ব্যবসা করছিল বলে এলাকাবাসি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।