Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর পুরাণবাজারে বিদ্যুৎস্পৃষ্টে শিশু শিক্ষার্থীর মৃত্যু

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১১:৩৮ এএম

চাঁদপুর শহরের পুরাণ বাজার হরিসভা এলাকায় পূজার ফুল ছিঁড়তে গিয়ে বৈদ্যুতিক তারে স্পৃষ্টে হয়ে মনীষা দাস (১০) নামে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে ওই এলাকার পরেশ সাহার বাড়ীর ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনীষা ওই এলাকার সুভাস দাসের কন্যা। সে পুরাণ বাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

শিশুর কাকি মুক্তি রাণী দাস জানান, শুক্রবার দিবাগত রাতে তাদের প্রতিবেশী ল²ী রানীর সাথে মনীষা পরেশ সাহার বাড়ীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যান। সকালে বাড়ীর লোকজনের অগোচরে ছাদে উঠা পূজার জন্য ফুল ছিঁড়তে গিয়ে গায়ে হলুদের সাজানো আলোক সজ্জার বাতির বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আগুনে তার ডান হাত জলসে যায়।

এদিকে শিশুর মৃত্যুর পর তার বাড়ীতে স্বজনদের আহাজারি চলছে। মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, নিহতের ঘটনাটি পরেশ সাহার বাড়ীর লোকজন পুলিশকে না জানিয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে শিশুর অন্তেুষ্ট্রিক্রিয়া সম্পন্ন করার প্রস্তুতি নেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী বলেন, বিষয়টি আমি জেনেছি। শিশুর মৃত্যুর ঘটনাটি পুলিশকে তাৎক্ষনিক জানানো প্রয়োজন ছিলো। পুলিশ পাঠিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ