Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্যাতনের প্রতিবাদে শিশুদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

দেশব্যাপী চলমান শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ, হত্যা ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে শিশু-কিশোরদের সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় শতাধিক শিশু-কিশোর ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। বর্তমান সমাজ হিংস্র উল্লেখ করে মানববন্ধনে বক্তারা বলেন, বড়দের ক‚টকৌশল, একগুঁয়েমি আর ক্ষমতার মোহের সহজ শিকার হচ্ছে দেশের শিশু-কিশোররা। ঘরে-বাইরে সর্বত্র অনিরাপদ পরিস্থিতির অবসান চাই আমরা। চাই শিশুর হাসিতে উজ্জ্বল-উচ্ছ¡ল নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ। শুধু শিশু নির্যাতন, নিপীড়ন, অপহরণ, ধর্ষণ, হতাহতের ঘটনা ছাড়াও অপরাজনীতি, অনিয়ন্ত্রিত যান চলাচল কিংবা মাদকের কারণে পরিবার প্রধানের মৃত্যু হয়। সেই পরিবারের শিশু-কিশোররা পড়াশোনা বাদ দিয়ে জীবিকায় নামে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ