Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

বরিশালের গৌরনদীতে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডে কোটি টাকার সম্পদ ভস্মীভূত

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ৫:১১ পিএম

বরিশালের গৌরনদী বন্দরের একটি সুপার মার্কেটের দোতলার কাপড়ের গুদামে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ ভষ্মিভূত হয়েছে। আগুন নেভাতে গিয়ে গৌরনদী পৌরসভার এক কাউন্সিলর সহ অন্তত ৫জন আহত হয়েছে। গুরুতর আহত এক জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী বন্দরের ভাই ভাই মার্কেটের ব্যবসায়ী অলোক পোদ্দারের দোতলায় বিশাল গুদামে বৃহস্পতিবার রাত ৯টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিছুক্ষনের মধ্যেই মার্কেটের পুরো দোতলাটি ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোয়া দেখে পথচারীরা আগুন আগুন বলে ডাক-চিৎকার দিলে বাজারের ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
খবর পেয়ে রাত পৌনে ১০টার গৌরনদী ফায়ার স্টেশন-এর একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রনের না আসায় রাত পৌনে ১১টার দিকে উজিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটও দূর্ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। টানা প্রায় সাড়ে ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভাতে গিয়ে এ সময় গৌরনদী পৌরসভায় ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেজাউল করিম টিটু, বন্দরের ব্যবসায়ী সৈয়দ সালেক, স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ, উত্তম শীল ও মনির খান আহত হয়। গুরুতর আহত মোঃ ইউসুফকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে গৌরনদী ফায়ার ষ্টেশন অফিসার মোঃ কাঞ্চন আলী মৃধা জানিয়েছেন। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরুপনের জন্য কাজ চলছে বলে জানিয়ে এখনই সঠিক তথ্য দেয়া যাচ্ছেনা বলে জানান দমকল কর্মকর্তা।
কোটি টাকার সম্পদ হারিয়ে শোকে মুহ্যমান ব্যবসায়ী অলোক পোদ্দার তার ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু বলতে পারেননি। তবে বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জয়নাল খোন্দকার অগ্নিকান্ডে কমপক্ষে এক কোটি টাকার সম্পদ সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে বলে জানিয়েছেন।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষন কমিটির আহবায়ক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ব্যবসায়ী অলোক পোদ্দারকে শান্তনা দিয়ে তার ব্যবসায় সম্ভব সব রকম সরকারী সহয়তারও আশ্বাস দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ