বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার ধামরাইয়ে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সারে ১১টার দিকে ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের মারাপাড়া গ্রামের একটি পরিত্যক্ত জায়গা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে কয়েকজন ব্যক্তি ফাঁকা মাঠে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক সাহা জানান, গাঙ্গুটিয়ার মারাপাড়ায় একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। গত ২১ দিন আগে একই গ্রামের আ. খালেকের ছেলে ভেকু চালক সায়েমের (১৫) নিখোঁজের জিডি করা হয়েছিল। আমাদের সোর্স সেটা খোঁজ রাখছিল। আজকে ওই গ্রামে কঙ্কাল পাওয়া যায়।
নিখোঁজের পরিবারের ধারণা কঙ্কালটি নিখোঁজ সায়েমের। এ সময় সেখান থেকে ওই ছেলের কাপড় উদ্ধার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।