Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের ৯০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৬ এএম

বাসি দই, মিষ্টি ও রসমালাই বিক্রি করছে নামকরা প্রতিষ্ঠান ফুল কলি। প্রতিষ্ঠানটি কৌশলে মেয়াদোত্তীর্ণ স্টিকার তুলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছে। এ অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল ও ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করায় আরও তিনটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করে অধিদফতর।

অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত¡াবধানে অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল জব্বার মÐল।

অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, গতকাল রাজধানীর ওয়ারী ও মতিঝিল এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে জনপ্রিয় ফার্মেসিকে ১০ হাজার টাকা, পিন্টু ড্রাগ হাউসকে ১০ হাজার, দই, মিষ্টি ও রসমালাই মেয়াদোত্তীর্ণের স্টিকার উঠিয়ে বিক্রির অপরাধে ফুল কলিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে হাড়ি গোস্তকে ২০ হাজার টাকাসহ চার প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ