Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

শিবগঞ্জে বাল্যবিয়ে বন্ধ কাজীর ৬ মাসের জেল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে এক মেয়ের বাল্যবিয়ে বন্ধ হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আনোয়ারুল ইসলাম (৬১) নামে এক কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত কাজী হলÑ কানসাট ইউনিয়নের বিবাহের নিকাহ রেজিস্ট্রার। বুধবার রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম এ রায় প্রদান করেন। জানা যায়, বুধবার সন্ধ্যায় কানসাট ইউনিয়নের পুলিশ মাইল গ্রামে কনের বাড়িতে বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানের টের পেয়ে বিয়ের আসর থেকে কনের পরিবার ও বর পক্ষ পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে বাল্যবিয়ে দেয়ার অপরাধে কানসাট ইউনিয়নের কাজী আনোয়ারুলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জেল


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ