Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৫ বছরেও প্রতিবন্ধী ভাইবোনের ভাতা জোটেনি

লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে তাজ উদ্দীন | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৭ এএম

লোহাগাড়ায় দীর্ঘ ২৫ বছর পার হয়ে গেলেও একই পরিবারের দুই প্রতিবন্ধী ভাইবোনের ভাগ্যে জুটেনি প্রতিবন্ধী ভাতা। তারা উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাশখালিয়া পাড়ার আব্দুল সালামের সন্তান। তাদের মধ্যে তৌহিদুল ইসলাম (২৫) জন্ম থেকেই এক হাত ও এক পা সম্পুর্ন অচল অপরিদকে তার ছোট বোন হুমায়রার আক্তার (২২) জন্ম থেকেই বোবা ও বধির। তাদের বাবা পেশায় রিক্সাচালক।

তিনি বলেন, বিগত আড়াই বছর আগে লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিয়েছিলেন প্রতিবন্ধী ভাতার জন্য। তবে তা এখনও কার্যকর হয়নি। এ ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসে যোগাযোগ করা হলে তারা বলেন, প্রতিবন্ধীদের ভাতার জন্য সরকারিভাবে নির্দ্দিষ্ট কোটা রয়েছে। বর্তমানে কোটা সম্পূর্ন। কোন প্রতিবন্ধী মারা গেলে তার স্থলে অন্য প্রতিবন্ধীদের নাম সংযুক্ত করা হয়ে থাকে। তাই এখনও তাদের প্রতিবন্ধীদের তালিকার অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভাতা

৬ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ