Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গরুর মেডিক্যাল টেস্ট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

গরুটির নাম ল²ী। এর মালিকানা দাবি করেছে দু’জন। কিন্তু কেউই দাবির পক্ষে নিরেট প্রমাণ দিতে পারেননি। ফলে প্রকৃত মালিক কে, তা জানতে শুরু হয় নানা জল্পনা। শেষ পর্যন্ত প্রকৃত মালিক নির্ধারণে গরুটিকে নেয়া হলো হাসপাতালে। মেডিক্যাল টেস্টের পর চূড়ান্ত করা হবে আসলে গরুটির মালিক কে? গরুর মালিকানা নিয়ে সৃষ্ট এই জটিলতা দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। এই গবাদি পশুর প্রকৃত মালিক চিহ্নিত করা নিয়েই শুধু জটিলতাই তৈরি হয়নি। বরং ল²ী বকনা গরু না গাভী তা নিয়েই ধন্দ তৈরি হয়েছে। পরে বাধ্য হয়ে স্থানীয় প্রশাসন ল²ীর দুই দাবিদারকে ভাতার থানা পুলিশের কাছে ল²ীর মেডিক্যাল টেস্ট করানোর পরামর্শ দিয়েছে। মেডিক্যাল টেস্টের দিন নির্ধারণ না হওয়ায় গোয়ালঘর ছেড়ে ভাতার থানাতেই ঠাঁই হয়েছে ল²ীর। পুলিশ বলছে, ভাতারের বলগোনা গ্রামের বাসিন্দা সুনীল থোমের দাবি ল²ী নামের গরুটি তার। তিনি বলেন ল²ী গাভী। অপরদিকে ভাতারের নিত্যানন্দপুর পঞ্চায়েতের পাটনা গ্রামের বাসিন্দা শেখ আফজলুন হক দাবি করছেন, গরুটি তার। তিনি বলছেন, গরুটি বকনা। এবিপি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গরু

২৪ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ