Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তুরস্ককে অত্যাধুনিক কপ্টার হস্তান্তর

সিরিয়ায় পশ্চিমাদের দ্বৈতনীতি পরিহারের আহবান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

রাশিয়ার একটি কোম্পানি তুরস্ককে অত্যাধুনিক তিনটি হেলিকপ্টার হস্তান্তর করেছে। বুধবার ওই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্দ্রে বগিনস্কাই বিষয়টি নিশ্চিত করেছেন। রাশিয়ান হেলিকপ্টার কোম্পানি জেএসসি প্রধান আন্দ্রে বগিনস্কাই সাংবাদিকদের বলেন, তুরস্ককে আমরা চুক্তি অনুযায়ী ক-৩২ হেলিকপ্টার হস্তান্তর করেছি। তিনি বলেন, মস্কো ও আঙ্কারার মধ্যে এই ফার্ম থেকে আরও হেলিকপ্টার কেনা নিয়ে আলোচনা চলছে। গত বছর তুরস্কের ভূমধ্যসাগরীয় এলাকার আনতালিয়ায় তুরস্ক ও রাশিয়ার মধ্যে ক-৩২ হেলিকপ্টার নিয়ে চুক্তি হয় এবং সেখানে ইউরোশিয়া আকাশ মহড়া অনুষ্ঠিত হয়। এ হেলিক্প্টারগুলো অগ্নিনির্বাপক কাজে ব্যবহার হতে পারে। এছাড়া, রাশিয়া থেকে কেনা এস-৪০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কয়েকদিনের মধ্যেই হাতে পাচ্ছে তুরস্ক। অপর এক খবরে বলা হয়, সিরিয়ায় পশ্চিমাদের সন্ত্রাসী দমনের নামে উল্টো তাদের পৃষ্ঠপোষকতা করার দ্বৈতনীতি পরিহার করতে বলল রাশিয়া। মস্কোতে এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সিরিয়ার সার্বভৌমত্বকে বিপদে ফেলতে কুর্দিদের দিয়ে সেখানে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, কুর্দিদের ক্ষেপিয়ে ইউফ্রেটিস নদীর পূর্বতীরে একটি আলাদা রাষ্ট্র গঠনের উসকানি দিচ্ছে। এ ছাড়া জাতিসংঘের নীতিমালা পরিপন্থী যুক্তরাষ্ট্রের তথাকথিত মধ্যপ্রাচ্যে শতাব্দীর সেরা চুক্তি নামে ফিলিস্তিনিদের যে টোপ গেলানোর চেষ্টা করছে, তাতে তারা চিরদিনের জন্য উদ্বাস্তু হয়ে যাবে। ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের একপেশে নীতির কারণে ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা ভেস্তে যায়। এ সময় ইসরাইলকে ফিলিস্তিনি ভূখÐে অবৈধ বসতি স্থাপন বন্ধ করে এবং ১৯৬৭ সালে জবর-দখল করে নেয়া জমি ছেড়ে দেয়ার কথা উঠলে ইসরাইল ও তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র তাতে রাজি হয়নি। আনাদোলু, আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ