Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় ইজিবাইক বন্ধের দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০১৯, ১২:০৮ এএম

নেত্রকোনা জেলা শহরে যানজট নিরসন ও সড়ক দুঘর্টনা রোধ কল্পে ইজিবাইকের সংখ্যা কমানো এবং ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খানের নেতৃত্বে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে জেলা শহরে যানজট নিরসন ও সড়ক দুঘর্টনা রোধ কল্পে ইজিবাইকের সংখ্যা কমানো এবং ডান পাশ দিয়ে যাত্রী উঠা-নামা বন্ধে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, সহ-সভাপতি মেহেদী হাসান মুন্না, সদস্য সাইফুল ইসলাম খান শুভ্র, সদস্য মো. ইব্রাহিম, তন্ময় তলাপত্র, আক্তারুজ্জামান খান টনি, শেখ মোহাম্মদ পিয়াস, ওবায়দুর রহমান মুন্না, লুৎফুর রহমান, সহ-সম্পাদক সৈয়দ আল রাকিব, আবির মিঠুন, মো. লালন, সৈকত, প্রান্ত, বাঁধন, ধ্রæব, তাকবির ও জিকু প্রমুখ।
পরে ছাত্রলীগ নেতৃবৃন্দ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার মেয়রের বরাবরে স্মারকলিপি প্রদান করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ