রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দাউদকান্দিতে মামলার বাদীকে মামলার আসামিরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগিতেছে মামলার বাদী রুনি বেগম।
এলাকাবাসীর সূত্রে জানা যায়। গত ৪ জুন দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের কদমতলী জামে মসজিদে ঈদের নামাজ নির্ধারণ করা আলোচনা অবস্থায় পূর্ব শক্রতার জের ধরে কদমতলী গ্রামের সন্ত্রাসী বজলু মিয়ার নেতৃত্বে সাইফুল, শাহাদাত, হানিফ, রেখা বেগম, কাদির, জজ মিয়া দা, ছেনি, লোহার রড লাঠি সোঠা নিয়ে হামলা চালিয়ে কদমতলী গ্রামের পারভেজ মিয়া ও ইমান হোসেনকে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। তাদের কাছ থেকে নগদ ৫০,০০০/- টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় এবং মসজিদের গøাস ভাঙচুর করে।
এ ব্যাপারে ঐ মসজিদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক সেলিম সরকার ইনকিলাবকে জানান সন্ত্রাসী বজলু মিয়ার নেতৃত্বে মসজিদের যে ঘটনা ঘটিয়েছে তা আইয়ামে জাহেলিয়া যুগের হার মানায়। এ ব্যাপারে রুনু বেগম কুমিল্লা আদালতে ১৩ জনকে আসামি করে মামলা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।