বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ- জেএমবির তিন সদস্যকে ১০ বছর করে কারাদÐ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামীদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুরের সেলিম ওরফে হারুন মিস্ত্রি, গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের শাহাদাৎ ওরফে নয়ন এবং কয়লা দিয়াড় গ্রামের আব্দুল মুমিন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০০৯ সালের ৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ও বিজিবি যৌথভাবে সদর উপজেলার জহুরপুরে অভিযান চালায়। এ সময় একটি পিস্তল ও ৮ রাউন্ড গুলিসহ জেএমবি সদস্য সেলিমকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন আরো দুই জেএমবি সদস্য শাহাদৎ ও মুমিন। তারা জেএমবিকে সংগঠিত করার চেষ্টা করছিল।
ওই ঘটনায় ৮ জুলাই র্যাব কর্মকর্তা আনোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালে ৩০ মার্চ মামলার অভিযোগপত্র দাখিল করা আদালতে।
এামলার ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত এই দন্ডাদেশ প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।