বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোরের আদালতে বিচারক সঙ্কটের সমাধান, শিশু ভ্যানচালক শাহিন হত্যাচেষ্টার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বরগুনার রিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি যশোর জেলা শাখার আয়োজনে বুধবার শহরের ঈদগাহ মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি আবুল হোসেন, সহসভাপতি আমিনুর রহমান হিরু, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, দপ্তর সম্পাদক দেবাশীষ রায়, সদস্য কাজী ফরিদুল ইসলাম, আহাদ আলী লস্কর প্রমুখ। বক্তারা বলেন, দেশে ক্রমাগতভাবে খুন, ধর্ষণ, রাহাজানি ছিনতাই বৃদ্ধি পাচ্ছে। বরগুনার প্রকাশ্যে রিফাত হত্যা ও সাতক্ষীরার পাটকেলঘাটার কিশোর ভ্যানচালক শাহিন হত্যাচেষ্টা তার বড় প্রমাণ। এ ধরনের ঘটনা ঘটলেও আদালতে বিচারক সঙ্কটের কারণে বিচার কার্যক্রম বছরের পর বছর ঝুলে থাকছে। যশোরের আদালতে বিচারক সঙ্কটের কারণে হাজার হাজার মামলা বিচারের অপেক্ষায় পড়ে রয়েছে। মানববন্ধন থেকে অবিলম্বে আদালতে বিচারক সঙ্কটের সমাধানের মাধ্যমে দেশে ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান আইনজীবীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।