Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরমাণু ইস্যুতে ইইউ’র আহ্বান ইরানের প্রত্যাখ্যান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০১৯, ৩:৩৮ পিএম

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ ৩০০ কেজির নিচে নামানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) করা আহ্বানকে এরই মধ্যে প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে এখন থেকে ইইউভুক্ত দেশগুলোর গৃহীত পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্য রেখে পরমাণু সমঝোতা রক্ষার্থে যথাযথ পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছে দেশটি। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের দেওয়া ঘোষণার বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার তেহরানের ইউরেনিয়াম মজুদ বৃদ্ধি প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে ইইউ একটি বিবৃতি প্রকাশ করেছিল। মূলত ইইউ’র এ কার্যক্রমের প্রেক্ষিতে এমন ঘোষণা সিদ্ধান্ত নীল ইরান।

জাভেদ জারিফ এক টুইট বার্তায় বলেন, ‘ইউরোপের তিন দেশ এবং ইইউ যতদিন ইরানের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় প্রতিশ্রুতি মেনে চলবে; তেহরানও ঠিক ততদিন পরমাণু সমঝোতার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করে যাবে।’ ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার টুইটার পোস্টে আরও বলেন, ‘ইরান এখন থেকে পরমাণু সমঝোতার ঠিক সেই অংশটুকুই মেনে চলবে, ইইউ'র দেশগুলো এতদিন যতটুকু মেনে চলেছিল। যদিও সেক্ষেত্রে যথেষ্ট ন্যায় ও নিষ্ঠা বজায় রাখা হবে।’

এর আগে গত মঙ্গলবার ইরানকে নিজেদের ইউরেনিয়াম মজুদের পরিমাণ কমানোর আহ্বান জানিয়েছে ইইউ'র পররাষ্ট্র বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি একটি বিবৃতি দিয়েছিলেন। যেখানে ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরাও তাদের মতামত পাঠিয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘ইরানকে ২০১৫ সালের পরমাণু সমঝোতা চুক্তি মেনে অতিরিক্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। নয়তো ইইউ দেশটির বিরুদ্ধে চুক্তি অনুযায়ী কঠোর পদক্ষেপ নিবে।’

যদিও ছয় জাতির স্বাক্ষরিত পরমাণু চুক্তি এরই মধ্যে লঙ্ঘন করেছে ইরান। গত সোমবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছিলেন, ‘কোনো চাপের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না। যুক্তরাষ্ট্র যদি আলোচনা করতে চায়, তাহলে সকল হুমকি ধমকি পরিহার করে, সম্মান প্রদর্শনের মাধ্যমে কথা বলতে হবে। আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধির পরিমাণ ৩০০ কেজি অতিক্রম করেছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ