পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী শিক্ষার অভাবেই শিক্ষাঙ্গণে ধর্ষণ মারাতœক আকার ধারণ করেছে। দ্বীনি শিক্ষার অভাবেই মানুষ পশুর চরিত্র ধারণ করছে। ফলে এদের দ্বারা সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ জন্যই নৈতিক ও ইসলামী শিক্ষা সর্বস্তরে বাধ্যতামূলক করা প্রয়োজন।
গতকাল শুক্রবার বিকেলে নরসংিদীর পাঁচাদোনা জামিয়া কারিমিয়া নূরে মদীনা মাদরাসার ছবক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। মুফতী ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মাওলানা মনিরুজ্জামান হাজী ফারুক হোসেন চুন্নু, নিজাম উদ্দিন খানসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
পীর সাহেব চরমোনাই বলেন, ভারতেও মুসলমানরা হত্যা নির্যাতনের শিকার হচ্ছে। ভারতের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী নীতি ও মুসলিম বিদ্বেষের কারণে সেদেশে মুসলিম জনগোষ্ঠীর নিরাপত্তা আজ চরম হুমকীর সম্মুখীন। স¤প্রতি ঝাড়খন্ডে মুসলিম যুবক তাবরেজ আনসারীকে নৃশসংসভাবে পিটিয়ে হত্যার ঘটনা মুসলিম বিদ্বেষের সর্বশেষ নজির। ভারতের সংখ্যালঘু মুসলমানদের ওপর হত্যা নির্যাতন বন্ধ করতে হবে। পীর সাহেব বলেন, ভারতে এভাবে মুসলিম নিধন চলতে থাকলে বিশ্বের দেড়শ কোটি মুসলমান চুপ করে বসে থাকবে না।
পীর সাহেব চরমোনাই বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের অক্সফোড কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক আরিফুল ইসলাম ৮ বছরে শতাধিক ছাত্রী ধর্ষণ করে তা ভিডিও ধারণ করে অমাজর্নীয় অপরাধ করেছে। তিনি লম্পট শিক্ষক আরিফুল ইসলামকে অবিলম্বে সাসপেন্ড করে তাকে কঠোর শাস্তি দিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।