বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে খায়রুল আলমের গ্রামের বাড়িতে বৃহস্পতিবার ভোররাতে ডাকাতি হয়েছে। খায়রুল আলম হাইকোর্ট বিভাগের বিচারপতি। ডাকাতরা বিচারপতির মা, ভাই ও পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৫ ভরি সোনা, নগদ অর্থ, মাবাইল সেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
বিচারপতি খায়রুল আলমের মা সুফিয়া বেগম জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ৮-১০ জনের একটি ডাকাতদল তাদের বাড়ির পেছন দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারা দেশীয় ধারালো অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ ৩০ হাজার টাকা, ১৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৫ লাখ টাকার অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, বিচারপতির ছোট ভাই আশরাফুল আলম শিমুল বাদী হয়ে থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছেন। সেখানে তিনি ১৫ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুটের অভিযোগ এনেছেন।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান,‘খবর পেয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান,পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লুটে নেয়া মালামাল উদ্ধারসহ জড়িতদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।