Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অন্যরকম আয়োজনে কবি শাহীন রেজার জন্মদিন পালিত

প্রকাশের সময় : ৩ জুন, ২০১৬, ১২:০০ এএম

কবিতা আড্ডা সংগীত আর স্মৃতিচারণের মধ্যদিয়ে পালিত হলো কবি ও পরিচালক শাহীন রেজার ৫৪তম জন্মদিন। এ উপলক্ষে বৈচিত্র কার্যালয়ে সকাল থেকেই ছিল কবি ও কবিতানুরাগীদের উপস্থিতি। বিকেলে বৈচিত্রের হলরুমে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। আমার পাঠশালা ডটকমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্তরের বিশিষ্ট কবি জাহাঙ্গীর ফিরোজ। ইশতিয়াক সুমনের পরিচালনায় কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য, কবিতা পাঠ ও স্মৃতিচারণে অংশ নেনÑ কবি রেজাউদ্দিন স্টালিন, কবি কামরুজ্জামান, বিশিষ্ট সংগীত পরিচালক মীর হাসান স¦পন, কবি ও চিত্রনায়িকা আঞ্জুমান, চিত্রপরিচালক মাসুদ আজাদ, কবি ফারুক আফিনদী, কবি সাবিত সারওয়ার, চিত্রনায়ক আশিক চেীধুরী, চিত্রনায়ক জিদান, অভিনেতা মাসুদ আল শোয়াইব, অভিনেতা মজিবুর রহমান, কবি জাহিদ আল ফারুক, কবি নূরুল আবছার, কবি হাশিম হক, কবি সুশান্ত বিরাগী, হাফিজুর রহমান ইমন, আল আমিন, মিল্টন, হৃদয়, আসিফ, খায়রুল ইসলাম, শাহীনুল ইসলাম প্রমুখ।

কবিতা আড্ডা সংগীত আর স্মৃতিচারণের মধ্যদিয়ে পালিত হলো কবি ও পরিচালক শাহীন রেজার ৫৪তম জন্মদিন। এ উপলক্ষে বৈচিত্র কার্যালয়ে সকাল থেকেই ছিল কবি ও কবিতানুরাগীদের উপস্থিতি। বিকেলে বৈচিত্রের হলরুমে কেক কেটে শুরু হয় আনুষ্ঠানিকতা। আমার পাঠশালা ডটকমের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সত্তরের বিশিষ্ট কবি জাহাঙ্গীর ফিরোজ। ইশতিয়াক সুমনের পরিচালনায় কবিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য, কবিতা পাঠ ও স্মৃতিচারণে অংশ নেনÑ কবি রেজাউদ্দিন স্টালিন, কবি কামরুজ্জামান, বিশিষ্ট সংগীত পরিচালক মীর হাসান স¦পন, কবি ও চিত্রনায়িকা আঞ্জুমান, চিত্রপরিচালক মাসুদ আজাদ, কবি ফারুক আফিনদী, কবি সাবিত সারওয়ার, চিত্রনায়ক আশিক চেীধুরী, চিত্রনায়ক জিদান, অভিনেতা মাসুদ আল শোয়াইব, অভিনেতা মজিবুর রহমান, কবি জাহিদ আল ফারুক, কবি নূরুল আবছার, কবি হাশিম হক, কবি সুশান্ত বিরাগী, হাফিজুর রহমান ইমন, আল আমিন, মিল্টন, হৃদয়, আসিফ, খায়রুল ইসলাম, শাহীনুল ইসলাম প্রমুখ।
বক্তারা, কবি শাহীন রেজাকে সত্য ও সুন্দরের কবি হিসেবে উল্লেখ করে বলেন, কবিতা আত্মার খোরাক। সে খোরাক বির্নিমাণে যারা পরম একাগ্রতায় কাজ করে যাচ্ছেন শাহীন রেজা তাদের অন্যতম। তারা শাহীন রেজার সমৃদ্ধ ও অনন্ত কাব্যজীবন কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অন্যরকম আয়োজনে কবি শাহীন রেজার জন্মদিন পালিত
আরও পড়ুন