শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
এ কে আজাদ
সিয়ামের শুদ্ধতম সাধনায়
চাঁদ ও মেঘের কোল ঘেঁষে
কিছু স্মৃতি সতেজ হয়
আত্মা ও পরমাত্মার নিবিড় যোগসূত্রে,
কাতারবদ্ধ বর্ণাচ্ছাদিত মানুষের পবিত্র আরাধনায়
সুসজ্জিত তোরণের মেহেরাব থেকে
ঝরে পড়ে ঈদ-আনন্দে আত্মার শান্তিময়তা।
মসজিদ-মিনার-গম্বুজের দিগন্তরেখা ছুঁয়ে
ঈদ-উৎসবে বর্ণাঢ্য মানুষের
চোখের রেটিনায় ভাসে
মিলনের ঈদগাহ,
বাহারী রোগের অণু-পরমাণুর
সূর্যোদয় থেকে সূর্যাস্তে।
দূরত্বহীন কিছু উষ্ণ সান্নিধ্যের নীরবতায়
স্রষ্টার প্রার্থনায় নির্ঘুম রাত কাটিয়ে
নিভৃতে পেরিয়ে যায় সিয়াম-সাধনায়
নতজানু হৃদয়ের পুলকিত একটি মাস।
শুক্রবার
আমির হোসেন মিলন
একজোড়া নীলচোখের কষ ঝরে শ্রাবণ ধারায়
না পাওয়ার দগ্ধতায় হাহাকারে ভরে যায় জীবনের ধারাপাত
অবুঝ হৃদয় সিঁদুরের হলিখেলায় মেতে ওঠে
জমাটবাঁধা রূপালি বেদনা ছড়িয়ে যায়
ভোরের দগদগে কান্নায়
দুপুরের রোদেপোড়া সময়ের ঠোঁটগুলো কেঁপে ওঠে
গভীর আর্তনাদে ফিরে আসা বিকেলের শূন্য হৃদয়
মাথা রাখে রাত্রির কোলে
ক্ষুধার্ত হাড়গুলো বেদনার ভারে নুয়ে পড়ে
অবুঝ রাতের বিবসনা কান্নায়
চোখের দৃষ্টি চলে না আর
অনুভূতির দেয়াল ভেঙে সবটুকু সুখ
চরম নিঃসঙ্গতায় পৌঁছে যায় পৃথিবীময়
অস্থির যন্ত্রণায় একগাদা স¦প্নরা দল বেঁধে খোঁজে
একটি সোনালি সকাল
রাতে বন্ধ্যা জোছনা ওঠে
গ্রেফতার করে বিধবা রাত
তেমনি রৌদ্রের কারাগার ভেঙে ফিরে এসো শুক্রবার
হাতে হাতকড়া পরাও আমায়
তুলে দাও একমুঠো ভাত
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।