বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাবনার সাঁথিয়া উপজেলায় চুরির অপবাদ সহ্য করতে না পেরে এক কিশোর অবশেষে আত্মহত্যা করেছে। মোবাইল ফোন চুরির অভিযোগ করে মাসুম নামে ১৭ বছরের এক কিশোরকে পিটিয়ে আহত করে স্থানীয় কয়েকজন যুবক। এই অপমান সহ্য করতে না পেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা সে আত্মহত্যা করে। উপজেলার মিয়াপুর গ্রামে বাছেদ ডাক্তারের আম গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত মাসুম উপজেলার মিয়াপুর গ্রামের হারুণ-অর-রশিদের পুত্র।
মাসুমের স্বজনদের অভিযোগ, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের টুকাইয়ের পুত্র বাবুর মোবাইল ফোন বৃহস্পতিবার দুপুরে চুরি হয়। চুরি যাওয়া মোবাইল উদ্ধারে মিয়াপুর গ্রামের মাসুমকে চোর অপবাদে আটক করে মারপিট করে বাবু ও তার সহযোগীরা।
এ বিষয়ে মাসুমের নানী তোতা খাতুন জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে টেগরের পুত্র সজীব, মুসার পুত্র সজলসহ ৭-৮ জন মিলে মাসুমকে ঘর থেকে ডেকে নিয়ে মারপিট করে। সকালে আম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাসুমকে লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। অনেকে এমন ধারণাও করছেন মাসুমকে মারপিটের পর তার গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হতে পারে ।
এ বিষয়ে সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর ঘটনার সাথে জড়িতদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়াা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।