রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রিবামপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন পৌর কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত (কাউন্সিলর) ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম এ.জেড.এম রেজওয়ানুল হক, মোকররম হোসেন, বখতিয়ার আহমেদ কচি, নবাবগঞ্জ বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক লুৎফর রহমান মিন্টুসহ দিনাজপুর জেলার বিএনপির আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
গত শুক্রবার বিরামপুর পৌর কিন্ডার গার্টেন স্কুলে শুধু বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কাউন্সিলরেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে নির্বাচিত হয় আলহাজ মিঞা মো. শফিকুল আলম (মামুন) ও সাধারণ সম্পাদক পদে (বিনা ভোটে) এ.কে.এম মুঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নুরনবী ইসলাম নির্বাচিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।