Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুর বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ জুন, ২০১৯, ১২:৩১ এএম

রিবামপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিকী সম্মেলন পৌর কিন্ডার গার্ডেন স্কুলে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত (কাউন্সিলর) ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম এ.জেড.এম রেজওয়ানুল হক, মোকররম হোসেন, বখতিয়ার আহমেদ কচি, নবাবগঞ্জ বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক লুৎফর রহমান মিন্টুসহ দিনাজপুর জেলার বিএনপির আহব্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

গত শুক্রবার বিরামপুর পৌর কিন্ডার গার্টেন স্কুলে শুধু বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কাউন্সিলরেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে। সভাপতি পদে নির্বাচিত হয় আলহাজ মিঞা মো. শফিকুল আলম (মামুন) ও সাধারণ সম্পাদক পদে (বিনা ভোটে) এ.কে.এম মুঞ্জুর এলাহী রুবেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে নুরনবী ইসলাম নির্বাচিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ