Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৫

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জুন, ২০১৯, ১০:২৫ পিএম

চট্টগ্রাম কলেজ ক্যাম্পাস এলাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুমিনুল হক চৌধুরীর জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের পাঁচ-ছয় জন আহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুরে কলেজ মাঠে (প্যারেড ময়দান) মুমিনুল হকের জানাজার প্রস্তুতি নেওয়া হলে এ ঘটনা ঘটে। জামায়াত নেতা মমিনুল হক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী শ্বশুর বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জামায়াত নেতা মুমিনুল হকের জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হয়। এর আগে জানাজায় অংশ নিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা কলেজের প্যারেড ময়দানে জমায়েত হতে থাকেন। এ সময় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা মিছিল নিয়ে শেরেবাংলা হোস্টেলের সামনে এলে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

ক্যাম্পাসে পুলিশের অবস্থানচট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, ‘কলেজ কর্তৃপক্ষ জামায়াতের সঙ্গে যোগসাজশ করে যুদ্ধাপরাধীদের সংগঠন-জামায়াতের এক শীর্ষ নেতার জানাজা কলেজ মাঠে আয়োজনের অনুমতি দেয়। বিষয়টি জানার পর জামায়াত-শিবির নেতাকর্মীরা বিশৃঙ্খলা করতে পারে এমন আশঙ্কায় আমরা সেখানে জড়ো হই। একপর্যায়ে তাদের কর্মীরা উসকানিমূলক স্লোগান দিতে থাকেন এবং আমাদের লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় আমরাও তাদের প্রতিহত করার চেষ্টা করি। পরে পুলিশ উভয় পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের পাঁচ থেকে ছয় নেতাকর্মী তাদের ছোড়া ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। এ সময় আমরা শিবিরের ক্যাডার জোবায়েরকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করি।’

মহানগর জামায়াতের সংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘জানাজা করতে আমরা কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিই। জানাজা নামাজ পড়তে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। নামাজ শেষে পুলিশের ব্যারিকেডে আমরা চলে আসি। এ সময় তারা শিবিরের এক নেতাকে পিটিয়ে পুলিশে দিয়েছে।’

ক্যাম্পাসে ছাত্রলীগের মহড়াচকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ‘মুমিনুল হকের জানাজাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় জানাজায় আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে প্যারেড ময়দানের দিকে যাওয়ার চেষ্টা করে। তখন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উত্তেজিত হন। পুলিশ দু’পক্ষের মঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের ব্যারিকেডে জানাজা শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ